শনিবার আসছে জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২১, ২২:০৮| আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:১১
অ- অ+

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দেওয়া এই চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন রয়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইটটি শনিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

আজ সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা