জয়পুরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১২:৫৮
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। তারা বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিল। এ ঘটনায় আরও তিন কৃষক আহত হয়েছেন। সোমবার বেলা ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে দুলাল হোসেন (৫৫) ও একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৫৩)।

স্থানীয়রা জানান, সকালের দিকে কয়েকজন কৃষক বাড়ির পাশে রতনপুর জোড়াপুকুর মাঠে কৃষি জমিতে কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকূপের ঘরের ভেতরে অবস্থান নেয় কয়েকজন কৃষক। এসময় বজ্রপাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই কৃষকের মৃত্যু হয়। ঘরের ভেতরে থাকা তিন কৃষকও আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

(ঢাকাটাইমস/২আগস্ট/এসএ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা