সিমেন্ট খাতে তিন কোম্পানির রিজার্ভ পরিশোধিত মূলধনের তিন গুণ

অর্থনৈতিক প্রতিবেদক, টাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২১, ১৭:৩৪| আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৪৩
অ- অ+

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতরে সাত কোম্পানির মধ্যে তিন কোম্পানির রিজার্ভ পরিশোধিত মূলধনের তিন গুণের বেশি। এছাড়া ছয় কোম্পানির মোট রিজার্ভ রয়েছে ১৯২৬ কোটি টাকা। একটি কোম্পানির রিজার্ভ ঋণাত্মক। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ রিজার্ভ নিয়ে সবার উপরে অবস্থান করছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির মোট রিজার্ভ ৩২৮ কোটি ৩০ লাখ টাকা। অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ কোম্পানিটির রিজার্ভ পরিশোধিত মূলধনের ৫৮৫ শতাংশ। যা পরিশোধিত মূলধন হিসেবে সবগুলো প্রতিষ্ঠানের চেয়ে বেশি।

হাইডেলবার্গ সিমেন্ট টাকার পরিমাণে সিমেন্ট খাতে চতুর্থ অবস্থানে উঠে এসেছে। কোম্পানিটির রিজার্ভ সিমেন্ট খাতের মোট রিজার্ভের ১৭ শতাংশ। বর্তমানে হাইডেলবার্গের শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি।

পরিশোধিত মূলধনের ৪০০ শতাংশ রিজার্ভ নিয়ে এ খাতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির মোট রিজার্ভ রয়েছে ৩৫৩ কোটি ১৫ লাখ টাকা। যা সিমেন্ট খাতের মোট রিজার্ভের ১৮.৩২ শতাংশ। কোম্পানিটির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মুলধন ৭৮ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির রিজার্ভ পরিশোধিত মূলধনের সাড়ে ৪০০ শতাংশ। বর্তমানে কনফিডেন্সের শেয়ার সংখ্যা ৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৭৩১টি। টাকার অংকে কোম্পানিটির রিজার্ভ সিমেন্ট খাতে তৃতীয় অবস্থানে রয়েছে।

প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড পরিশোধিত মূলধনের ৩০০ শতাংশ রিজার্ভ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কোম্পানিটির মোট রিজার্ভ রয়েছে ৩৭৪ কোটি ৮৮ লাখ টাকা। যা সিমেন্ট খাতের মোট রিজার্ভে ১৯.৪১ শতাংশ। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মুলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে যে অর্থ রয়েছে তা পরিশোধিত মূলধনের সাড়ে ৩০০ শতাংশেরও বেশি। বর্তমানে প্রিমিয়ার সিমেন্টর শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজারটি। টাকার অংকে কোম্পানিটির রিজার্ভ সিমেন্ট খাতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এছাড়াও, এমআই সিমেন্ট লিমিটেডের মোট রিজার্ভ রয়েছে ২৪৪ কোটি ৫৬ লাখ। যা সিমেন্ট খাতের মোট রিজার্ভের ১৩ শতাংশ। মেঘনা সিমেন্ট লিমিটেডের রিজার্ভ রয়েছে ৫৭ কোটি ৭৮ লাখ টাকা। যা সিমেন্ট খাতের মোট রিজার্ভের তিন শতাংশের কম। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মুলধন ১৪৮ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে যে অর্থ রয়েছে তা পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ। বর্তমানে এমআই সিমেন্টের শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখটি।

সিমেন্ট খাতের প্রতিষ্ঠান গুলোর মধ্যে রিজার্ভে সবগুলো কোম্পানির শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট রিজার্ভ রয়েছে ৫৬৭ কোটি ৫৩ লাখ টাকা। যা সিমেন্ট খাতের মোট রিজার্ভের ২৯.৪৩ শতাংশ। কোম্পানিটির অনুমোদিত মুলধন ১৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মুলধন ১১৬১ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে যে অর্থ রয়েছে তা পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ। বর্তমানে লাফার্জের শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি।

সিমেন্ট খাতের একমাত্র প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট লিমিটেডের রিজার্ভ ঋণাত্মক রয়েছে। কোম্পানিটির বর্তমানে রিজার্ভ ঋণাত্মক রয়েছে ৬২ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মুলধন ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মুলধন ৩৩ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে যে অর্থ ঋণাত্মক রয়েছে তা পরিশোধিত মূলধনের ৮৭ শতাংশ। বর্তমানে আরামিট সিমেন্টের শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজারটি।

(ঢাকাটাইমস/ ০৩ আগষ্ট/এসআই/ আরএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা