বিধিনিষেধ অমান্য; ভোলায় ৭৮ জনের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১১:৩৫| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:৪৯
অ- অ+

ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় মঙ্গলবার ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলায় মোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে ভোলা সদরে ৬টি ভ্রাম্যমাণ আদালতে ৩৮টি মামলায় ৪০ জনকে ১৯ হাজার ৫০ টাকা জরিমানা ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৬টি মামলায় ৬ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

লালমোহন উপজেলায় ৭টি মামলায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চরফ্যাশন উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালতে ১৯টি মামলায় ২৩ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে ঘরে থাকার পাশাপাশি সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

(ঢাকাটাইমস/৪জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা