সাংবাদিক পরিচয়ে প্রতারণা: হাইকোর্টে জামিন পাননি রাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১২:২১| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৫৫
অ- অ+

সাংবাদিক পরিচয় দিয়ে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণার মামলায় গ্রেপ্তার রাকিব হাসানকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার এজাহারে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ দেখে আদালত তাকে বিশ্ব প্রতারক হিসেবে অভিহিত করেছেন।

আসামিপক্ষে শুনানি করেন কামরুজ্জামান ভুইয়া ও ফয়েজ উদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রাকিব হাসানের বিরুদ্ধে গত ১৮ মার্চ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন লাকী আক্তার উর্মী নামে এক নারী।

মামলার অভিযোগে বলা হয়, আসামি নিউলাইভ গ্লোবাল প্রাইভেট লিমিডেট নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

কোম্পানির ডায়মন্ড পদ দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে এককালীন ৫ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ মামলায় গত ২৯ মার্চ রাকিব হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কারাবন্দি। হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনে তিনি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টিভি একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন।

ঢাকাটাইমস/৪আগস্ট/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
পশ্চিমবঙ্গের একই এলাকা থেকে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী!
রপ্তানি বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য জাপানি সহায়তায় পরীক্ষাগার নির্মাণ হবে
ঝিনাইদহে সুদীপের মৃত্যু ঘিরে রহস্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা