তুরাগ নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২০:৪১| আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৫৭
অ- অ+

গাজীপুর টঙ্গীতে তুরাগ নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাদাম এলাকার তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার বিকাল থেকেই শিশু দুটি নিখোঁজ ছিল।

নিহত শিশুরা হলো- টঙ্গীর বড় দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১২) ও একই এলাকার ওমর আলীর ছেলে ইউলাদ হোসেন তামজিদ (১১)। নিহত হাসনাত টঙ্গীর দেওড়া এলাকার হাজী মোহাম্মদ আলী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং তামজিদ কাজু খান মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

টঙ্গী ফায়ার সার্ভিস ও স্বজনরা জানায়, বুধবার দুপুরে বাসা থেকে বের হয় হাসনাত ও তামজিদ। এরপর তারা আর বাসায় ফেরেনি। তাদের সন্ধানে পরিবার বিকাল থেকেই আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিখোঁজের বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। হাসনাত ও তামজিদ দু’জনই তুরাগ নদীতে গোসলে গিয়েছিল বলে তথ্য পায় পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি তুরাগ নদীর ভাদাম এলাকায় গিয়ে শিশুদের উদ্ধারে কাজ শুরু করেন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় তাদের মরদেহ নদী থেকে তুলে আনা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ আলম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা