ফাইজারের ৬০ লাখ টিকা আসছে সেপ্টেম্বরে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ২০:৪৬
অ- অ+
ফাইল ছবি

কোভ্যাক্সের অধীনে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ আসছে। চলতি মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। সবমিলিয়ে এক মাসের মধ্যে ১ কোটি ৪ লাখ টিকা আসবে।

কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। টিকা মজুদ রাখা যেহেতু বড় কর্মযজ্ঞ তাই ধাপে ধাপে সেগুলো আনা হচ্ছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ফাইজারের টিকা আসার আগেই কোভ্যাক্সের অধীনে আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার আরও দশ লাখ ডোজ এবং এ মাসে চীনের সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

আব্দুল মোমেন বলেন, ‘সিনোফার্ম থেকে ৭ কোটি ৫০ লাখ ডোজ আমরা অর্ডার দিয়েছি। এর মধ্যে ১ কোটি ৫০ লাখের টাকা দিয়ে দিয়েছি। বাকি ৬ কোটি টিকার বিষয়ে কাজ চলছে।’

মন্ত্রী জানান, ভারতে আমাদের জানিয়েছে তাদের অবস্থা উন্নতি হচ্ছে এবং আরেকটু ভালো হলে তারা কথা রাখবে। এবং আমাদের টিকা দেবে বলেও জানান তিনি।

গত ৩১ মে কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা বাংলাদেশে আসে। ২১ জুন দেশে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। সংরক্ষণ আর পরিবহনে জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হয়।

ঢাকাটাইমস/৫আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা