ইরাকে নারী পাচার সিন্ডিকেটের দুই হোতাকে ধরেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪

ইরাকে নারী পাচার সিন্ডিকেটের অন্যতম দুই হোতাকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‌্যাব।

শনিবার ভোরে রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মানবপাচারকারী সিন্ডিকেটের মূলহোতা মোহাম্মদ লিটন ও আজাদ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব মুখপাত্র বলেন, ইরাকে নারী পাচার সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনেক নারীকে ভালো চাকরির প্রলোভনে দেশটিতে নিয়ে যেত। পার্শ্ববর্তী দেশে নারী পাচারে অভিযুক্ত অনেককে আমরা গ্রেপ্তার করেছি। তবে ইরাকে নারী পাচারের সিন্ডিকেটটি একদমই নতুন।

দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :