টঙ্গীতে কিশোরের লাশ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ১০:০০| আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৪
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে টঙ্গী বাজার এলাকা থেকে কিশোর রাব্বি হোসেনের (১৯) লাশ উদ্ধার করা হয়।

রাব্বি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর এলাকার নূর নবীর ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, রাব্বি টঙ্গী বাজার এলাকায় একটি পুরাতন কাগজ প্রস্তুতকারী কারখানায় কাজ করতো। শুক্রবার কারখানায় টাকা চুরি হলে কারখানা মালিক রাব্বির বিরুদ্ধে চুরির অভিযোগ এনে সকালে তাকে মারধর করেন। কারখানায় কাজ শেষে দুপুরে রাব্বি মেসে ফিরে আসে। পরে সন্ধ্যায় তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠায় বাসার অন্যান্য লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কারখানাটির মালিক ইয়ামিন ও ইয়াকুব দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় কারখানা মালিকদের থানায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা আত্মহত্যা প্ররোচণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 
সিরিয়ায় পুরনো বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৮
অবসর ভেঙে আবারও ফিরতে পারেন কোহলি, তবে দিলেন শর্ত
আড়ং কক্সবাজারে উদ্বোধন করলো তাদের ৩১তম আউটলেট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা