কৃষকের টমেটো গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০১| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪
অ- অ+

যশোরের কেশবপুরে এক কৃষকের মাছের ঘেরের বেড়িতে লাগানো ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়ে ফেলাসহ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার বিকালে ওই কৃষক পাঁচ ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের (৪৮) সঙ্গে মাছের ঘেরের ভেড়ি নিয়ে একই গ্রামের রবিন শীল (৫৫), বিধান বৈরাগী (৪৫), আব্দুল গফফার (৪৭), শাপলা খাতুন (৩৬) ও আলতাফ বিশ্বাসের (৫৫) পূর্ব থেকেই বিরোধ ছিল। গত বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ব্যক্তিরা ছয় বিঘা মাছের ঘেরের বেড়িতে লাগানো আনুমানিক ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়েফেলাসহ কেটে দেয়। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা