সমুদ্র সৈকত থেকে আরো একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৪
অ- অ+

কক্সবাজারে সমুদ্র সৈকেতর সি-গাল পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে নাম-পরিচয় না জানা ২৬ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা।

এর আগে একই দিন দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে সৈকতটি থেকে দুজনের লাশ উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটক সেবায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম। মারা যাওয়া যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

মাহবুব আলম জানান, শুক্রবার বিকালে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীদের সহযোগিতায় ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এর আগে দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করেন তারা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা