অষ্টম বার ইউপি সদস্য নির্বাচিত চিতলমারীর শচীন নাথ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১
অ- অ+

বাগেরহাটের চিতলমারীতে ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শচীন্দ্র নাথ শিকদার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ নিয়ে তিনি মোট আটবার মেম্বার নির্বাচিত হয়েছেন। তার এ জয়লাভ উপজেলা ব্যাপী বিশেষভাবে আলোচিত হচ্ছে।

ইউপি সদস্য শচীন শিকদার জানান, ‘আমি ঊনিশ বছর বয়সে ১৯৮৩ সালে ফুটবল মার্কা নিয়ে জয়লাভ করি। এরপর তরবারি মার্কা নিয়ে দ্বিতীয়বার জয়লাভ করি। তৃতীয়বারে হাত পাখা ছিল আামার প্রতীক। এভাবে একবার বাদে বর্তমান পর্যন্ত আমি পর পর আটবার নির্বাচিত হয়েছি। ভোটারা আমাকে ভালোবেসে ভোট দেয়। নির্বাচন করতে আমার কোনো টাকা পয়সাও খরচ হয় না। আমার ওয়ার্ডের সব মানুষকে আমি আমার পরিবারের নিজের মানুষ মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি জয়লাভ করে কখনো টাকার পেছনে ছুটিনি। ইউনিয়ন পরিষদের সদস্য থাকা অবস্থায় অভাবের তাড়নায় মেম্বারি রেখে খুলনায় রিকশা চালিয়েছি, মিষ্টির দোকানে কর্মচারী থেকেছি। এখনো মানুষের উপকারার্থে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে রান্নার কাজ করি। মেম্বার থাকাকালীন সময়ে আমি শ্রদ্ধেয় রমেশ চন্দ্র রায়, রেবতী রঞ্জন বাড়ৈ, অশোক কুমার বড়াল ও ঝর্ণা রানী বড়ালকে চেয়ারম্যান হিসেবে পেয়েছি। মেম্বার থাকাকালীন সময়ে আমি তিনবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একবার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। সর্বশেষ ২০২১ সালের ২০ সেপ্টেম্বরের নির্বাচনে আমি বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে ৬৩৭ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছি।’

এক প্রশ্নের জবাবে শচীন শিকদার বলেন, ‘পরিশ্রম এবং এলাকার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলাই আমার বার বার জয়লাভের মূলমন্ত্র।’

খড়মখালী গ্রামের অতিশয় বৃদ্ধা সাবিত্রী হালদার, অসীম বিশ্বাস, অ্যাড. হিমাংশু রায়সহ বিভিন্ন বয়সের ভোটাররা বলেন, ‘শচীন শিকদার একজন অমায়িক লোক। তার ভেতরে কোন অহংকার নেই। রাতে দিনে যে কোন সময় তাকে ডেকে পাওয়া যায়, আর সে জন্যই আমরা তাকে ভোট দেই।’

চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, ‘এক সময় আমি চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। আমার সময়েও তিনি নির্বাচিত মেম্বার ছিলেন। আমার দেখা সব থেকে বেশি দিনের ইউনিয়ন পরিষদের সদস্য শচীন্দ্র নাথ শিকদার। তিনি প্রশংসার দাবীদার।’

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা