মেহেরপুুরে ভাষাসৈনিক ইসমাইল হোসেনের ‍মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫
অ- অ+

ভাষাসৈনিক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইসমাইল হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মেয়ের জামাই মোখলেছুর রহমান স্বপন জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে পৌর কবর স্থানে দাফন করা হবে তাকে।

জানা যায়, মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ গফুর সড়কের বাসিন্দা এস্কেন্দার জুলকার নাইন ও খালেছা খাতুনের ১১ সন্তানের মধ্যে বড় ছিলেন ইসমাইল হোসেন। মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন ভাষা আন্দোলনে। ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভাষার জন্য লড়াই করে সহ্য করেছেন পুলিশি নির্যাতন। ইসমাইল হোসেন জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। বিভিন্ন সময়ে ২৯ বছর মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৩ বছর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা