নোয়াখালীতে ছয় জুয়াড়ি আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০১
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলা অশ্বদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে এক বান্ডেল তাস ও নগদ ছয় হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নূরপুর গ্রামের হারুনুর রশিদ(৩৫), মাসুদ (৩৫), আকরাম উদ্দিন রায়হান (৩৫), দেলোয়ার হোসেন সালাউদ্দিন (৩৬), আব্দুল মতিন (৪৭) ও ফয়েজ উল্যাহ শ্যামল (২৬)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল হকের নেতৃত্বে পূর্ব নূরপুর গ্রামের রায়হানের চা দোকানে অভিযান চালায়। এসময় দোকানের ভিতের জুয়া খেলা অবস্থায় ছয়জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বান্ডেল তাস ও নগদ ছয় হাজার ৬৩০টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা