রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে ৪ প্রাণহানি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:২২| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪
অ- অ+
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। সবার মৃত্যু হয়েছে করোনার উপসর্গ নিয়ে।

রবিবার সকাল নয়টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অন্যজনের বাড়ি রাজশাহী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যু হয়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চারজন মারা গেছেন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১১৩ জন। তাদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৯ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি আছেন ১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।

এর আগে রবিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা ধরা পড়েছে দুজনের। একইদিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২২৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে আটজনের।

ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা