‘সামরিকশাসন ও অগণতান্ত্রিক ব্যবস্থার মূলোৎপাটন করেছেন শেখ হাসিনা’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দেশের সামরিক শাসন ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলোৎপাটন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। কিন্তু ওইসময়ে বঙ্গবন্ধুর দুই কন্যা বেলজিয়ামে থাকায় তারা বেঁচে যান। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা ১৯৮১ সালের বৃষ্টিস্নাত দিনে স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হন। এর ধারাবাহিকতায় দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশ থেকে সামরিক শাসন ও অগণতান্ত্রিক ধারা বিদায় নেয়।’

সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা যারা আজকে শিশু, কিশোর ও তরুণ রয়েছো তারা যে তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ দেখছো, এই স্বদেশ তো এমন ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের মানুষকে যেভাবে হৃদয় নিংড়ানো মায়া দিয়ে ভালোবেসেছেন সেই ঋণ আমরা কোথায় রাখলাম। তিনি তো স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারলেন না। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনি নিহত হলেন। সেই থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে বিশ^ দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তোমরা আজকে সেটিই দেখছো। কিন্তু এর পেছনে যে লড়াই-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস রয়েছে সেটিও তোমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আগামীর কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংসদ অসীম কুমার উকিল। বক্তব্য দেন মনোরঞ্জন গোপাল এমপি প্রমুখ।-বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা