বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮
অ- অ+

বগুড়ায় খায়রুল ইসলাম সুমন নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১০টায় বগুড়া শহরের শেরপুর রোডের কানছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল রংপুরের মিস্ত্রিপাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়ার সাবগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় কানছগাড়ী এলাকায় অবস্থিত ইবনে সিনা ডায়াগনস্টিকের সামনে একটি গাড়ি নিয়ে দাঁড়ায় সুমন। এর কিছুক্ষণ পর সেখানে কয়েকজন যুবকের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমনকে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর সুমন বি.এইচ ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে আশ্রয় নেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়েছে। তার দুই হাতের কবজি এবং দুই পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, হত্যার কারণ এবং ঘটনাস্থলে সুমন কেন গিয়েছিল এখনও জানা যায়নি। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা