মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১৫:০৮| আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:৪৯
অ- অ+

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালু হয়েছে। ৫ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে এটি রোল আউট করা হয়েছে। অর্থাৎ জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কম্পিউটারে পৌঁছাতে শুরু করেছে।

টেক পোর্টালগুলোর প্রতিবেদন বলছে, ইতিমধ্যে বিভিন্ন কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেটও পাঠাতে শুরু করে দিয়েছে মাইক্রোসফট। এর আগে অনেকেই উইন্ডোজ ১১ বিটা ভার্সন ইনস্টল করলেও এবার স্টেবল আপডেট হাজির হল।

নতুন অপারেটিং সিস্টেমের ফাইনাল ভার্সনে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স। এছাড়াও, উইন্ডোজ ১১ এর লুক ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট।

ডিজাইন পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেন্যু। একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসছে এটি। পাশাপাশিই আবার গোটা অপারেটিং সিস্টেমেই রাউন্ডেড কর্নার ব্যবহৃত হয়েছে। টাচ স্ক্রিন ডিভাইস ব্যবহারের জন্য ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে।

প্রায় সব উইন্ডোজ ১০ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের যে কৌশলে থেমে যায় পাকিস্তান-ভারত যুদ্ধ
সোনার দাম আবারও কমলো, ভরি ১৬৭৬২৩ টাকা
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪০ হাজার ৬০৮ বাংলাদেশি
প্রচণ্ড গরমে শরীর শীতল রাখে জাদুকরী যেসব পানীয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা