মা হারালেন বিএনপি নেতা সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মা বেগম আক্তার বানু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতারা অংশ নেন।
মৃতদেহ নিজ বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সকালে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেগম আক্তার বানুকে সমাহিত করা হবে।
হাবিব উন নবী খান সোহেলের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/জেবি)

মন্তব্য করুন