ভোলায় পুকুরে নেমে ভাই-বোনের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৮:১০
অ- অ+

ভোলার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে একসঙ্গে পানিতে ডুবে মো. জাহিদুল ইসলাম (৬) ও রেহানা (৫) নামের দুই চাচাতভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃত জাহিদ উপজেলার ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামের মো. জসিমের ছেলে এবং রেহানা একই এলাকার খোকন মাঝির মেয়ে।

শনিবার দুপুরের দিকে ওই এলাকার কালু মিয়ারহাট সংলগ্ন মাঝি বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে জাহিদুল ও রেহনা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এসময় প্রথমে জাহিদুল পানিতে ডুবে যায়। এ সময় উপরে থাকা চাচাতো বোন রেহানা তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে বিষয়টি মর্মান্তিক।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা