ফরিদপুরে মোটরসাইকেলসহ চোরচক্রের সাত সদস্য আটক

ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিস ইয়াবাসহ সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুর প্রমুখ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার গোপালপুর (কালিখোলা) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই'র ছেলে লিটন সিপাই (২২), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক (২৫) ও আরিফ প্রামানিক (২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা (২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ (২৭)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আটককৃতরা মোটরসাইকেল চোরাচক্রের সাথে জড়িত।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/এলএ)

মন্তব্য করুন