ভাটারায় সোয়া লাখের বেশি ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ২২:৪৬
অ- অ+

রাজধানীর ভাটারা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তাদের কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবা, একটি মাইক্রোবাস ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-মো. সোহেল রানা ও মো. সোহেল সরদার।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার ক-৪০/২-এ নম্বর জগন্নাথপুর, নদ্দা ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার দাম চার কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

আটক সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থাসার গোয়ালদী গ্রামের সুরুজ মিয়ার ছেলে আর সোহেল সরদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার শংকরপাশা গ্রামের মনা সরদারের ছেলে।

তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে
বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব: নাহিদ ইসলাম
গোপালগঞ্জের ১১ পয়েন্টের ঘটনা বর্ণনা করে পুলিশের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা