আলফাডাঙ্গায় দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৭:৩৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রলি গাড়ির বগির নিচে চাপা পড়ে রিমন শেখ ওরফে ফুরকান (১৬) নামে এক চালক নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল মধ্যপাড়া এলাকার রুকু শেখের ছেলে। সে পানাইল ইউনাইটেড একাডেমির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, রিমন পড়ালেখার পাশাপাশি ভাড়াকৃত ট্রলি গাড়ি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো। বুধবার সকালে বকজুড়ি ঘাট থেকে ট্রলি গাড়িতে বালু নিয়ে কাতলাসুর গ্রামে যায়। পরে সেখানে বালু নামানোর সময় ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গেলে বগির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু শহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :