শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার ১২ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১০:৩৮| আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:১৯
অ- অ+

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট থেকে ১২ কেজে স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বিমানবন্দরে অবৈধ স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮-এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

অবৈধভাবে আমদানি করা এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনা বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করবে সংস্থাটি। এ সময়ে তারা এই বিষয়ে বিস্তারিত জানাবে।

দেশের অন্যতম বড় এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়ই অবৈধ স্বর্ণের চালান ধরা পরে শুল্ক গোয়েন্দাদের হাতে।

প্রায় প্রতিদিনই অবৈধভাবে বিদেশ থেকে আসা স্বর্ণ উদ্ধার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে। কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, যত সোনা ধরা পড়ছে, তার কয়েক গুণ বেশি সোনা পাচার হয়ে যাচ্ছে। তবে সময়ের সাথে পাচার কমবেশি হলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এসব চালান সাধারণত দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নতুন দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা