চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ২০:০৬
অ- অ+

চেক প্রতারণার দুটি মামলায় সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকাটাইমসকে বলেন, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের স্বত্ত্বাধিকারী কামালের সাথে ব্যবসা করেন। ব্যবসার এক পর্যায়ে তিনি টাকা আটকে ফেলেন। এই প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। এ মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে আরও একটি মামলায়ও তার সাজা হয়।

মোহাম্মদ মহসীন ঢাকাটাইমসকে বলেন, গোপন সংবাদে রবিবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা জেলার সদর থানার কোর্টপাড়া গ্রামের মৃত শেখ আহমদের ছেলে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ, সতর্ক অবস্থানে পুলিশ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
রাজসাক্ষী দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা