করোনার উপসর্গে রামেক হাসপাতালে দুই প্রাণহানি

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১১:০৩| আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪০
অ- অ+

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের এবং অন্যজন পাবনার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক দিনে করোনায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে দুইজন পুরুষ রোগী মারা গেছেন। তাদের একজনের বয়স ষাটোর্ধ্ব অন্যজনের বয়স পঞ্চাশোর্ধ্ব।

বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫৫ রোগী ভর্তি ছিলেন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নাটোরের আটজন, নওগাঁর পাঁচজন, পাবনার চারজন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা