টাঙ্গাইলে সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ

টাঙ্গাইলে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক খালেদ হাসান (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ হাসান জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহানের ছেলে। একই ঘটনায় নিহতের বড় ভাই আহত হয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নবীন বলেন, ‘মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল চালকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন