চাকরির প্রলোভনে বিপুল অর্থ আত্মসাৎ, র‌্যাবের জালে নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩:৪৯ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১, ১৩:১৯

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম সালমা আক্তার।

বুধবার ভোরে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বিভিন্ন বাসা বাড়িতে নিরাপত্তা কর্মী বা বডিগার্ড হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খিলক্ষেত এলাকা থেকে সালমা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এলিট ফোর্সটির পক্ষ থেকে। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :