গভীর রাতে সড়কে প্রাণ গেল পাঠাও চালকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১১:২৩| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২:০০
অ- অ+

রাজধানীতে গভীর রাতে ইউসুফ আলী (২০) নামের এক মোটরসাইকেল চালক অজ্ঞাত পরিচয় গাড়ির চাপায় মারা গেছেন। তিনি অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’য়ের একজন চালক ছিলেন।

বুধবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে বিমানবন্দর সড়কের ফুটওভার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইউসুফ পাঠাওয়ের মোটরসাইকেল চালাতেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী কলেজ থেকে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টর ৭ নম্বর রোডের ১০ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যু খবর নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা