চাঁপাইনবাবগঞ্জে বিনা টাকায় পুলিশে চাকরি পেল ৩৪ জন

চাঁপাইনবাবগঞ্জে বিনা টাকায় ৩৪ জন তরুণ-তরুণীকে পেলেন পুলিশে চাকরি। বৃহস্পতিবার দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব নব-নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- নিয়োগ বোর্ডের অন্য সদস্য সিরাজগঞ্জ জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরানুর রহমান ও রাজশাহী জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, গেল ১৪ই নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা শেষে জেলার ৩৪ জন তরুণ-তরুণীকে চাকরি প্রদান করা হয়।
তিনি আরও জানান, ব্যাংক ড্রাফটে একশ টাকা জমা দিয়ে পুলিশে প্রায় ১৪০০ জন তরুণ-তরুণী অংশ নেয়। পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩৪ জনকে নিয়োগ প্রদান করা হয়। চূড়ান্ত প্রার্থীদের অভিভাবক কখনো বিশ্বাসই করতে পারেননি, তাদের সন্তানদের বিনা টাকা পুলিশে চাকরি হবে।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন