২০ মাস পর শারীরিক উপস্থিতিতে ফিরছে উচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৩:৪০| আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৪:৪৭
অ- অ+

করোনা মহামারির কারণে প্রায় ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে ফিরছে উচ্চ আদালত। আগামী ১ ডিসেম্বর থেকে উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল বিভাগ) বিচারকাজ শারীরিক উপস্থিতিতে করতে একটি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি এ নির্দেশনা জারি করেছেন।

প্রজ্ঞাপনের কপি অ্যাটর্নি জেনারেল অফিসসহ সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে।

২০২০ সালের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হলে বিচার বিভাগের কাজ ভার্চুয়ালি পরিচালিত হতে থাকে। করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকা প্রায় ২০ মাস পর উচ্চ আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে শুরু হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা