সুনামগঞ্জে আফ্রিকাফেরত প্রবাসীর বাড়িতে লাল পতাকা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ০২:২৭
অ- অ+

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে সুনামগঞ্জে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। এক সপ্তাহ আগে ওই প্রবাসী দেশে এসেছেন বলে জানা যায়।

বুধবার (১ নভেম্বর) ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় উপজেলা প্রশাসন।

জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ঐ প্রবাসীর বাড়ি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ সচিব হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন শরিফী লাল পতাকা টানানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ সপ্তাহ আগে ওই প্রবাসী দেশে এসেছেন। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আমরা খবর পাওয়ার সাথে সাথে ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানোর মাধ্যমে সতর্কতা জারি করেছি। তিনি এখন হোমকোয়ারান্টাইনে আছেন।

তিনি আরও বলেন, যারাই ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে আম’রা সতর্কতা জারি করব।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা