বিপিএল শুরু ২০ জানুয়ারি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ২১:০০
বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর শিরোপা উদযাপন। ফাইল ছবি।

করোনাভাইরাসের কারণে গত বছর বিপিএল আয়োজন করতে পারেনি বিসিবি। তবে এবার ওমিক্রন নিয়ে শঙ্কা থাকলেও তারা আসরটির স্লটও নির্ধারণ করে রেখেছে। আগামী বছরের ২০ জানুয়ারি শুরু হওয়া আসরটির পর্দা নামার তারিখ রাখা হয়েছে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত।

বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিপিএলের সম্ভাব্য তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’

এবার ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজন করা হতে পারে। আগের মতোই সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর, চট্টগ্রাম ও সিলেট। তবে নতুন আসর শুরুর আগে শঙ্কা দেখা দিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। কিন্তু বিসিবি প্রধান নির্বাহী মনে করেন, করোনাভাইরাসের নতুন ধরন আসরে তেমন প্রভাব ফেলবে না। আর যদি প্রভাব ফেলে এবং সরকারের থেকে কোনো নির্দেশনা আসে তাহলে আসরের ব্যাপারে ভাববে বিসিবি।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশে সবকিছু এখনও স্বাভাবিকভাবেই চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়েনি। যদি পরে সরকারের কোনো নির্দেশনা আসে বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিংবা ভ্রমণের জটিলতা হয়, তাহলে এখন যেভাবে চিন্তা করছি, তখন কিছুটা ফাইন টিউনিং করতে হবে।’

আসন্ন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। তবে সাড়া পাওয়ার ব্যাপারে সুজন অপেক্ষা করতে চান। তিনি বলেন, ‘পাঁচ (ডিসেম্বর) তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে। ততদিন ওয়েট করি। তারপর বলি।’

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :