শিবচরে বিকাশ কর্মীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২৬
অ- অ+

মাদারীপুরের শিবচরে বিকাশের এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। রবিবার বেলা ২টার দিকে আহত বিকাশ কর্মীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর বিকাশ অফিস সূত্রে জানা যায়, বিকাশ অফিসের ডিস্ট্রিবিশন সেলস অফিসার মাহবুব রহমান প্রতিদিনের ন্যায় রবিবার সকালে বহেরাতলা রুটে কাজে বের হয়। দুপুর দুইটায় সে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সাহেবের হাট থেকে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সিংগাপুর মোড়ে যাচ্ছিল। মাঝপথে হঠাৎ একটি ইঞ্জিনচালিত ভ্যান মাহবুবের গতিরোধ করে। মাহবুব ভ্যান চালককে ছিনতাইকারী ভেবে পেছন দিকে মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করে। এসময় পেছন দিক থেকে ডিসকভার কোম্পানির একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী চক্রের ২ সদস্য ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মাহবুবের সাথে ব্যাগে থাকা সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এসময় মাহবুব ছিনতাইকারীদের মোটরসাইকেলের নম্বর নোট করে রাখে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইলে ঘটনা জানান। পরে স্থানীয় এক ব্যক্তি মাহবুবকে আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে শিবচর বিকাশ অফিসের ম্যানেজার পারভেজ ইসলাম বলেন, ‘আমাদের কর্মী মাহবুবকে কুপিয়ে আহত করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারী চক্র। মাহবুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে বিকাশের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা