জামালপুরে ঘরের মধ্যে মা-মেয়ের গলাকাটা লাশ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১৫| আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১৭
অ- অ+

জামালপুরের মেলান্দহ পৌরসভার একটি বাড়ি থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে পৌর এলাকার গোবিন্দপুর উমির পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের একটা বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন পঞ্চাশোর্ধ্ব জয়ফুল এবং তার মেয়ে ২৫ বছর বয়সী স্বপ্না।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন আগে জয়ফুলের স্বামী মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ের জননী। দুই ছেলে বিদেশে থাকেন। গতকাল রাতে মেয়ে স্বপ্নার সঙ্গে ঘরে ছিলেন জয়ফুল। রাতে ঘরের মধ্যে তাদের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

কে বা কারা তাদের হত্যা করেছে সে সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেনি। পুলিশও বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছে না। পূর্ব শত্রুতার জের ধরে মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থায়ীয়দের।

মেলান্দহ থানার দায়িত্বরত ডিউটি অফিসার মার্জিনা খাতুন মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা