নীলফামারীর নতুন ডিসি ইয়াসির আরেফীন

নীলফামারী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। কৃষিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) খন্দকার ইয়াসির আরেফীনকে নীলফামারীর নতুন ডিসি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (পুলিশ সুপার) এস এম রফিকুল ইসলামকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এমআর

মন্তব্য করুন