উত্থানে বেক্সিমকোর ৩ কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

উত্থানের ধারা ধরে রেখেছে বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ বেক্সিমকোর দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৭০ পয়সা বা ৫.৭৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১৬০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন এই শেয়ারের দর ১৫৩ টাকা ২০ পয়সা থেকে ১৬১ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৯.৭৬ পয়েন্ট।

বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ২.৪০ শতাংশ বেড়ে সর্বশেষ ২০০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

এদিন এই শেয়ারের দর ১৯৭ টাকা থেকে ২০২ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ১৫.৩ পয়েন্ট।

আজ শাইনপুকুর সিরামিকের দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২.৬৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

এদিন এই শেয়ারের দর ৩০ টাকা ৩০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৩৯০ পয়েন্ট।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :