নরসিংদীতে শহীদ আসাদ দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ২০:০৪
অ- অ+

নরসিংদীর শিবপুরে করোনার কারণে সীমিত পরিসরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরিসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষে আরিফুল ইসলাম মৃধা, শিবপুর সরকারি শহীদ আসদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল হারিস বিকাবদার, জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, শিবপুর প্রেসক্লাব, শিবপুর উপজেলা সাহিত্য পরিষদ, নরসিংদী জেলা ও উপজেলা ছাত্রলীগ, শিবপুর উপজেলা যুবদলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

উল্লেখ্য, ১৯৪২ সালের ৬ জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। তার পৈতৃক নিবাস নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের নির্দেশে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে স্বৈরশাসনবিরোধী বিক্ষোভ মিছিলে গুলি চালালে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদ।

আসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র-জনতা ঢাকা মেডিক্যালে ছুটে আসেন। আসাদ হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মিছিলে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ। আসাদ হত্যার প্রতিবাদে পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি তিন দিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি হরতালের ডাক দেয়। সেইদিনের মিছিলে আবারও পুলিশ গুলি চালালে শুরু হওয়া গণ আন্দোলনে স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষুব্ধ জনতা আইয়ুব খানের নামে বিভিন্ন স্থাপনা ভেঙে আসাদের নাম জুড়ে দেয়।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা