কুষ্টিয়ায় ব্যবসায়ীকে খুনে ব্যবসায়ীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৯| আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৫
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম রফিকুল ইসলাম। তিনিও একজন ব্যবসায়ী। এছাড়া তার ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রায়ে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে।

জানা যায়, হাকিমপুর বাজারে জহিরুলের সঙ্গে ভূষি মালের ব্যবসা করতেন রফিকুল। ব্যবসায়িক হিসাবনিকাশকে কেন্দ্র করে ছয় বছর আগে জহিরুলের সঙ্গে আসামির তর্কাতর্কি হয়। বিষয়টি মীমাংসার জন্য ২০১৬ সালের ২১ জুন রাতে রফিকুলের বাড়িতে যান জহিরুল। কখন হাসুয়া দিয়ে জহিরুলকে কুপিয়ে হত্যা করে রফিকুল।

ঘটনার পরদিন জহিরুলের স্ত্রী শাহনাজ শারমিন নিপা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় রফিকুলকে একমাত্র আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। সাক্ষ্যপ্রমাণ শেষে ২৭ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা