নরসিংদীতে বাসায় ঢুকে গৃহবধূকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ২০:৫৮
অ- অ+

নরসিংদীতে প্রকাশ্যে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে পৌর শহরের সাটরিপাড়ার ‘সাত্তার ভিলা’য় এ হত্যার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মসিউর রহমান হিমেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, প্রায় পাঁচ বছর আগে সাটরিপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মসিউর রহমানের সঙ্গে পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে মানসুরা আক্তারের বিয়ে হয়। তাদের কোলজুড়ে জান্নাতুল নামে চার বছরের একটি সন্তান রয়েছে।

প্রতি শুক্রবার সকালে নিহতের স্বামী হিমেল বেলাবো সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে তার গ্রামের বাড়িতে যায়। দুপুরে দেড়টার দিকে স্ত্রী মানসুরাকে মোবাইলে ফোন দেয় তার স্বামী হিমেল। একাধিকবার ফোন দিলেও স্ত্রী ফোন ধরে না। পরে হিমেল বিষয়টি তার শ্বশুরকে জানায় এবং তাকে বাড়িতে পাঠায়। সেখানে গিয়ে নিহতের বাবা মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। নাতিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে স্বজন ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে কী কারণে এই হত্যা- তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। অচিরেই সব খোলসা করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা