জ্যাকস-হাওয়েলদের তাণ্ডবে পাহাড় সমান রান চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৭
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ উইল জ্যাকস এবং বেনি হাওয়েলের ব্যাটিং তাণ্ডবে পাহাড় সমান রান সংগ্রহ করেছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০২ রান। এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সানরাইজার্স।

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেটের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট হাতে মাত্র ৮ রানেই ফেরেন ওপেনার কেন্নার লুইস। পরের উইকেটে আফিফ হোসনকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে ক্রিজে রীতিমতো ঝড় তুলেন আরেক ওপেনার উইল জ্যাকস।

মাত্র ১৮ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর অবশ্য নিজের ইনিংসটা বড় করা হয়নি এই ব্যাটারের। ১৯ বলে সাত চার এবং তিন ছয়ের মারের ৫২ রানে আউট হন জ্যাকস। আর সাব্বির রহমান আউট হওয়ার আগে করেন ৩১ রান।

চতুর্থ উইকেট জুটিতে হাওয়েলকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন আফিফ হোসেন। বাঁ-হাতি এই ব্যাটার আউট হন ৩৮ রানে।

ইনিংসের শেষদিকে এবার ঝড় তুলেন হাওয়েল নিজেই। শেষ পর্যন্ত খেলে গিয়ে করেন ৪১ রান। মাত্র ২১ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি দুটি চার এবং তিনটি চয়ে সাজানো। এদিকে মাত্র ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ।

সিলেট সানরাইজার্সের হয়ে একটি করে উইকেট নেন পাঁচজন বোলার।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা