রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ্ত্যু

রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া রেল রুটের বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে আব্দুস সালাম মোল্যা (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকাল চারটায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর গোহাট রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম মোল্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদি গ্রামের আলী মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল চারটার দিকে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যান আব্দুস সালাম মোল্যা। তিনি বহরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার আব্দুস সালাম মোল্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এএইচ

মন্তব্য করুন