কালিহাতীতে নদীর পাড় থেকে মুমূর্ষু এক বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া পশ্চিম পাড়া নদীর পাড়ে কয়েকদিন ধরে পড়ে থাকা অসুস্থ এক বৃদ্ধকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দুপুরে মৃত্যুর জন্য অপেক্ষা করা এই বৃদ্ধকে বাঁচাতে স্থানীয়রা মগড়া পুলিশ ফাঁড়িকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করেন।
হাতিয়া এলাকার ভ্যানচালক জলিল জানান, নদীর পাড়ে কয়েকদিন আগে সকালে এসে দেখেন, ফুটপাতে এক বৃদ্ধকে শুইয়ে রাখা হয়েছে। তারা কথা বলতে চেষ্টা করলেও বৃদ্ধ কিছুই বলতে পারছেন না। নাম ঠিকানাও জানা যায়নি।
মগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম ঘটনাস্থলে গিয়ে আশপাশে থাকা লোকজনের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, বৃদ্ধটি জীর্ণশীর্ণ অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। কিন্তু তার কোনো ঠিকানা জানা যায়নি। মগড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিম হাতিয়া এলাকার লোকজনের সহযোগিতায় হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঢাকাটাইমস/৮ ফেব্রুয়ারি/ এআর

মন্তব্য করুন