ঠাকুরগাঁওয়ে মেয়ে হত্যার দায়ে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭
অ- অ+

ঠাকুরগাঁওয়ে মেয়ে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জান্নাতুল ফেরদৌস। তার বয়স আড়াই বছর। সে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি সরকার পাড়ার জাকির হোসেনের মেয়ে।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি তদন্ত) আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান জানান, সরকারপাড়া গ্রামের জাকির হোসেন চার বছর আগে বিয়ে করেন বেলি আকতারকে। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল ফেরদৌস। এদিকে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। রাতে জাকির হোসেন ধারালো কাঁচি দিয়ে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে জাকির হোসেনকে আটক করেন। হত্যার দায় স্বীকার করেছেন বাবা জাকির হোসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এ বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা