পাঁচ মিনিটে দোরিয়েলতনের হ্যাটট্রিক, বড় জয় আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ফুটবলে দিনের প্রথম ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন রদ্রিগেজ নাসিমেন্তো। তাতে রহমতগঞ্জের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে আকাশি-নীল রংয়ের জার্সিধারীরা।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই রহমতগঞ্জের রক্ষণে চাপ ধরে খেলতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না ঢাকা আবাহনী। কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পেতে ৪০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

এ সময় ম্যাচের প্রথম গোলটি করেন দোরিয়েলতন। এর ঠিক তিন মিনিট পরেই নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। ড্যানিয়াল কলিন্দ্রেসের বাড়ানো বলে নিখুঁত শটে জালে বল পাঠান তিনি। আর প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে নুরুল নাইম ফয়সালের দেওয়া বলে সুযোড় মিস করেননি দোরিয়েলতন। তাতেই পূর্ণ হয় হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধের খেলায় পুরো সময়ে দুদলই গোলের সুযোগ পেয়েছে। কিন্তু কেউই কারও জালে বল পাঠাতে পারেনি। ফলে ম্যাচটি শেষ হয়েছে ৩-০ গোল ব্যবধানেই।

এ জয়ের ফলে ৩ ম্যাচে দুটি জয় এবং একটি ড্রতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেঠে ঢাকা আবাহনী। এদিকে তিন ম্যাচের টানা তিন হারে পয়েন্ট কোনো পয়েন্ট ছাড়াই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রহমতগঞ্জ। আর আবাহনীর সমান ৭ পয়েন্ট নিয়ে দুই রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা