ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফরিদপুরে ইয়াবাসহ বিপ্লব দেবনাথ (৪১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে জেলা সদরের দক্ষিণ আলীপুর এলাকার একটি বাড়ি ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক বিপ্লব একই এলাকার কানাইলাল দেবনাথের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭ পিচ ইয়াবা ও ৯টি পাসপোর্টসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসংক্রান্তে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন