সন্তানের সামনে মাকে গলাটিপে হত্যা, ৫ দিন পর আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা মামলায় আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁদপুরের মতলব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা টাইমসকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সখিপুরে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন রুবেল, স্ত্রী শাহানাজ ও তার দুই ছেলে-মেয়ে। তারা সখিপুরের মোল্লা কান্দি বিলের মধ্যে আসলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে রুবেল শাহানাজকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে থাকতেন রুবেল।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন