চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে, নিহত ৫

চাঁদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮
অ- অ+

চাঁদপুরে একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচ জনের প্রাণ গেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নোয়াখালীর চাটখিল যাচ্ছিল। চাঁদপুরের শাহরাস্তির পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের সাগর হোসেন (২৪)।

শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, ‘নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেটকারে চাটখিল যাচ্ছিল।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।’

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এফএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা