আশুগঞ্জে ভবনে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, দগ্ধ ১০

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৮
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর মা-বাবা ও ভাইসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ চারজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের শরিয়তনগর গ্রামের কোহিনুর সিনেমা হল রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

মৃত সাত বছর বয়সী জুবায়ের ওই ভবনের ভাড়াটিয়া মকবুল হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া জানান, আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে অন্যান্য ফ্ল্যাটে ছড়িয়ে পড়লে ওইসব ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে অবস্থান নেন। স্থানীয়দের কাছ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তৌফিকুল ইসলাম বলেন, ‘আগুনে এক শিশু মারা গেছে। দগ্ধ হয়েছে ১০ জন। দগ্ধদের মধ্যে শিশুটির বাবা মকবুল হোসেন, মা রেখা বেগম ও বড় ভাই হৃদয়সহ চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।’

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এফএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :