রাজশাহীতে করোনায় আরও দুজনের মৃত্যু

রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসের ২৩ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনা -উপসর্গ নিয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৭৩ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮ জন। আক্রান্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। নতুন করে ভর্তি হয়েছেন একজন। সুস্থ হয়েছেন নয়জন।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ ১৪৬ বেডের করোনা ইউনিটে ভর্তি আছে ৩১ জন। এই ৩১ জনের মধ্য ১২ জন করোনা পজেটিভ, ১২ জনের করোনা উপসর্গ রয়েছে। সাত জন করোনা নেগেটিভ হওয়ার পর অন্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি আছেন।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন